মোদি সরকারের নয়া ঘোষণা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে ১২ হাজার টাকার সুবিধা পাবেন লক্ষ লক্ষ মানুষ।

মোদির সরকার দরিদ্র মানুষদের শৌচালয় তৈরি করতে দিতে এই টাকা দেবে। যে সকল পরিবারের আর্থিক অবস্থা দুর্বল তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন জানানোর জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, বিপিএল বা এপিএল রেশন কার্ড প্রয়োজন।

আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.ddws.gov.in/ এ। সেখানে গিয়ে ক্লিক করতে হবে Form for IHHL অপশনে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে Citizen’s Registration অপশনে ক্লিক করে। আবেদন মঞ্জুর হলে ব্যাংক অ্যাকাউন্টে ১২০০০ টাকা চলে আসবে শৌচালয় তৈরির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *