পুজোর থিম এবার বিখ্যাত মন্দির

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সব কিছুই থাকে মিলেমিশে।

আর এবার এই দুর্গাপুজো উপলক্ষে কলকাতার বুকেই তৈরি হতে চলেছে আমাদের দেশের দু’দুটি জনপ্রিয় মন্দির। কলকাতার শহরের দুই প্রান্তে এবার দেবীবরণ হবে মন্দির-মন্ডপে। হাতে সময় আর মাত্র তিন মাস। এবারের দুর্গা পুজোয় দেশের দুই ঐতিহ্যবাহী মন্দিরের থিমে সেজে উঠতে চলেছে পুজো মন্ডপ।

জানা গিয়েছে এবছর একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গা মন্ডপ তৈরি হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্ডপ এবার তৈরি হবে তিরুপতির মন্দিরের আদলে। প্রসঙ্গত একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো মানেই সাবেকিয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *