নয়া ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রকল্প। এবার থেকে ৭০ বছর বা তার ঊর্ধ্বের যে কোনও ভারতীয় নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে এই কথা জানান। সাথে আরো বলেন, গোটা দেশজুড়ে আরও ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র খোলার কাজ চলছে। বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প মোদি সরকারের আয়ুষ্মান ভারত।

এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১২ কোটি পরিবারকে বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়ে থাকে। যে সকল হাসপাতলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সেইসব হাসপাতালে উপভোক্তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। এটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি স্কিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *