কেন্দ্রের তরফে বরাদ্দ হল টাকা

রাজ্যকে স্বচ্ছ রাখতে সুখবর কেন্দ্র সরকারের তরফে, বাংলার শহরগুলিকে পরিষ্কার ও জঞ্জালমুক্ত করতে মোটা টাকা বরাদ্দ করল মোদি সরকার। কেন্দ্রের তরফে দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৬০.৩৫ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরাঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় সেই আবেদনে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে হাওড়া, কল্যাণী, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচরাপাড়া, কলকাতা এবং ভাটপাড়া।

কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে জমে থাকে ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য। সরকার দাবি করেছে, দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনে সেই অর্থ দেড়গুণ বৃদ্ধি করে করা হয়েছে ১,৪৪৯.৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *