দরকার চিকিৎসার, ওজন কমেছে মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। পাশাপাশি এই পরিস্থিতিতে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে দিল্লির মুখ্যমন্ত্রীর।

তবে সেখানে দিন দিন খারাপ হচ্ছে তাঁর শরীর। গ্রেফতার হওয়ার পর থেকে এখনও অবধি ৮ কেজি ওজন কমেছে তাঁর, দাবি করেছে আম আদমি পার্টি। AAP নেতৃত্বের দাবি, কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন কমল সেটা চিকিৎসা করে দেখার দরকার আছে। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

ED-র হাতে গ্রেফতার হন তিনি। প্রথমে কেন্দ্রীয় এজেন্সির হেফাজত, এরপর তিহার জেলে ঠাঁই হয় কেজরিওয়ালের। মাঝে অবশ্য নির্বাচনের প্রচারের জন্য শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। তবে ভোট মিটতেই ফের তিহারে ফিরতে হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *