প্রকাশ্যে এসেছে তথ্য, কীভাবে হত অযোগ্যদের সুপারিশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে বড় তথ্য ফাঁস করল ইডি।

তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনল কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরী করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরী করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ এর কাছে।

আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়েই এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলত। তাদের মাধ্যমেই প্রকাশিত হত জাল নিয়োগপত্র। কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হার নির্দেশে ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজ করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *