বল ভেবে তুলতে গিয়ে ঘটে গেল বিপদ

মুর্শিদাবাদে বোমা উদ্ধার বা বিস্ফোরণ নতুন কোন ঘটনা নয়। এর আগেও বহুবার  দেখা গিয়েছিল বোমা বিস্ফোরণের কারনে কখনও বাড়ি উড়েছে, কখনও আবার হাতের কবজি উড়েছিল। আবারো সেই একই ঘটনা প্রকাশ্যে এল। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলেন দুই ভাইবোন।

পরিবার থেকে জানা গিয়েছে, পরিত্যক্ত ঘরের কাছে খেলছিল রিয়া মণ্ডল ও অর্ক মণ্ডল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নসিনসিপুপুর দিয়ারপাড়া এলাকায়। জানা গিয়েছে, ভাই-বোন মিলে বাড়ির কাছে খেলা করছিল। তখনই পরিত্যক্ত ঘরের কাছে চলে যায় ভাই-বোন। তারপরই বল ভেবে সেটি হাতে তুলে নেয় তারা। তারপরই ঘটে যায় অঘটন। ফেটে যায় বোমা।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশের কাছে। তবে কে বা কারা বোমা রেখেছিল তা জানা যায়নি। আহতদের কাকা বলেন, “ওরা খেলা করছিল। যে ঘরের সামনে ঘটেছে সেখানে কেউ বাস করে না। আচমকাই বিস্ফোরণ হয়। আমরা আওয়াজ পেয়ে ছুটে আসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *