বাড়ল চাপ, খরচ বাড়বে গাড়ির ধোঁয়া পরীক্ষায়

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্য সরকারের তরফে। চাপ বাড়ল মধ্যবিত্তের ওপর, বাড়ানো হলো অঙ্কের পরিমান। দুঃসংবাদ, রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা শহর-সহ গোটা রাজ্যে একলাফে বেড়ে যাবে গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোর খরচ। জানা যাচ্ছে, সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে অর্থ দফতর।

সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাড়তে পারে গাড়ির ধোঁয়া পরীক্ষা করার খরচ। পরিবহণ দফতর সূত্রে খবর, চার চাকার যানবাহনের খরচ ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ পর্যন্ত করা হতে পারে। অন্যদিকে আবার তিন চাকা যানের খরচ ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হতে পারে।

এছাড়া বাইক কিংবা স্কুটারের ক্ষেত্রে এই খরচ ৮০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হতে পারে। শুধু তাই নয় দ্বিগুণ খরচ বাড়বে পণ্যবাহী লরি কিংবা ট্রাকের ক্ষেত্রেও। এই খরচের সঙ্গে যুক্ত হবে জিএসটি। অর্থাৎ একধাক্কায় রাজ্যে গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোর খরচ বাড়বে অনেকটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *