দশ কোটির দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে রেশন মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির কথা জানাল ইডি।

ইডির দাবি, রেশন দুর্নাীতি মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির মধ্যে ১ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইসমিল। ইডির আইনজীবীর দাবি, বাকিবুরের সংস্থা ছাড়া বাকি ৯ হাজার কোটির দুর্নীতি করেছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আরও একাধিক রাইস ও আটা মিল।

সেই বাকি ৯ হাজার কোটির দুর্নীতির রহস্যভেদ করতে এবার ময়দানে নামছে ইডি। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে প্রথমে এই বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তারপর বাকিবুরের সূত্র ধরেই সামনে আসে জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালুর নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *