সুখবর, এবার শুরু হতে পারে নিয়োগ কার্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত মাসের ওবিসি নিয়ে হাইকোর্টের রায়ের জেরে বন্ধ রয়েছে একাধিক নিয়োগ।

তবে এই আবহেই এবার নিয়োগ নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য বাড়ছে মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল। যেগুলিতে বহু শূন্যপদ রয়েছে। শীঘ্রই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করতে চলেছে রাজ্য। আগামী এক মাসের মধ্যে ওইসব শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন বের হবে।

শিক্ষক চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট ২০টি পদে নিয়োগে উদ্যোগী রাজ্য। যার ফলে প্রায় ২ হাজার কর্মী নিয়োগ হবে। ২ হাজার শূন্য পদের মধ্যে ১৬০০ নতুন করে এবং বাকি ভোটের জন্য নিয়োগ আটকে থাকা আরও ৪০০ জনকেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *