ডিএ নিয়ে সরকারের তরফে নয়া আপডেট

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

ফের ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারেই মহার্ঘ ভাতা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। কিন্তু কেন স্রেফ এক মাসের জন্য ১৮% হারে DA মিলবে? এবার সেটারও ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, ‘প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে ১০% হারে DA যোগ করে মাইনে পেয়েছেন।

মে মাসে ১৪% হারে মহার্ঘ ভাতা মিলেছে। তবে জুন মাসে ১৪% DA-র সঙ্গে আরও ৪ শতাংশ যোগ করে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা’। তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় ১৪% হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার ১৮% DA পেতে চলেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *