ক্ষুব্ধ বিচারক, কোম্পানির নামে সমন নিয়ে প্রশ্ন বিচারপতির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের একবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিচারপতি প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি ছিল। সেখানেই ইডির উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘কীভাবে তদন্ত করছেন আপনারা?’ প্রসঙ্গত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার সংস্থা হাই রাইজ ও অনন্ত টেক্স ফ্যাব প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

যার ভিত্তিতে একজন পূর্বতন ডাইরেক্টরকে কোম্পানির নামে সমন পাঠিয়েছে ইডি। কীভাবে ইডি কোম্পানির নামে সমন করা হল সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। প্রসঙ্গত এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নিয়ে এর আগেও বহুবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *