সুখবর, বাড়ানো হল ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভোটে সাফল্যের পর একের পর এক সুখবর।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানো হবে। জানানো হয়েছে এ বার থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এত দিন এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা হল।

ইতিমধ্যেই এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডদের ভাতা বৃদ্ধির সিদ্ধানলিখিত ভাবে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে রীতিমতো খুশির হাওয়া সর্বত্র। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় ১৮ হাজারেরও বেশি হোমগার্ড রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *