সুখবর সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। এবার সরকারি কর্মীদের জন্য ফের নয়া ছুটির ঘোষণা করল রাজ্য। জামাইষষ্ঠী উপলক্ষে এবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১২ জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে।

রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এর আওতায় আসবে। ২০২১-এ পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য। তবে এবার হাফ ছুটি থাকছে। অন্যদিকে সামনে আরও ছুটি অপেক্ষা করছে। চলতি মাসে টানা ৩ দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদের কারণে।

এবার বকরি ইদ পড়েছে ১৭ জুন। যার কারণে ছুটি থাকবে। ১৭ জুন পড়েছে সোমবার, আর তার আগে শনিবারও ছুটি রয়েছে এবং রবিবার সাধারণ নিয়মেই ছুটি থাকে। অর্থাৎ একটানা তিনদিনের ছুটি। গরমের ছুটি শেষ হতেই ফের একবার ছোটোখাটো ছুটি কাটিয়ে আসতে পারবেন সরকারি কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *