একই বিমানে দিল্লি যাচ্ছে নীতিশ-তেজস্বী

দীর্ঘ দেড় মাস চলেছিল নির্বাচন। কাল মঙ্গলবার প্রকাশিত হয়েছিল ভোটের ফলাফল। চারিদিকে বয়ে গিয়েছে সবুজের ঝড়। মেলেনি অধিকাংশ সমীক্ষা। INDIA জোট পেয়েছে ২৩৪ টি আসন। অন্যদিকে ৪০০ পার তো দূরের কথা ৩০০ও পার করতে পারেনি। ২৯২ তেই আটকে গিয়েছে NDAর আসন। এরই মাঝে একটি বিষয় চাপ বাড়াচ্ছে। একই বিমানে নীতিশ-তেজস্বী।

কেন চাপ বাড়ছে? ২৩৪ আসনে জেতার পর INDIA জোটের কাছে সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে এই পরিস্থিতিতে ‘খেলা’ ঘুরিয়ে দিতে পারেন একমাত্র নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের ফলাফলের এইরুপ বদলের পরেই তার কদর বেড়ে গিয়েছে মাত্রা ছাড়া।

গতকাল INDIA জোটের তরফ থেকে বিহারের মুখ্যমন্ত্রীকে দেশের উপ-প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছিল। আজ INDIA জোটের তরফ থেকে বৈঠক ডাকা হয়েছে। আগামী দিনের কর্মসূচি সেখানেই নির্ধারণ করা হতে পারে। সেই বৈঠকে যোগ দিতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তেজস্বী যাদব। আজ একই বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নীতিশও। আর দুজনেই রয়েছে একই বিমানে। আর এই ঘটনাই মাথাচাড়া দিয়েছে জল্পনার। দুই ভিন্ন জোটের নেতা একই বিমানে? নীতিশ-তেজস্বী ঘুরিয়ে দেবেন না তো‘খেলা’? চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *