BJP-র ফলপ্রকাশের পর এবার ময়দানে নামল RSS

বাংলার একাধিক জায়গা থেকে গণনা হওয়ার পরই উঠে আসছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বারাসত, নিউটাউনের  মতো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। এর আগেও ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় হিংসার ভুরি-ভুরি অভিযোগ উঠেছিল। তাই এবার লোকসভা নির্বাচনে সেই ঘটনা এড়াতে বড় পদক্ষেপ করল আরএসএস। বাংলায় মাঠে নামল তারা। যে সকল কর্মী-সমর্থকরা ভোট পরবর্তী হিংসার কবলে পড়েছেন তাঁদের বিনামূল্যে আইনী সাহায্য করা হবে।

দলের তরফে ঘোষণা করা হয়েছে সাহায্যের জন্য একটি  কমিটি গঠন করা হয়েছে।‍ যাঁরা বিপদে পড়েছেন সেই সকল বিজেপি কর্মীদের জন্য একটি মেইল আইডি দেওয়া হয়েছে। সেখানে সকল তথ্য ঘটনার যাবতীয় ভিডিয়ো পাঠাতে বলা হয়েছে। আগামিকালের মধ্যে সেটি postpollviolence@gmail.com মেইল আইডি-তে পাঠানো হবে। সেই প্রমাণের দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টে সেই সব প্রমাণ দাখিল করা হবে।

শুধু আরএসএস নয়, বিজেপি নেতা দিলীপ ঘোষও বিজেপি নেতা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিজেপির ফলপ্রকাশ  নিয়ে মন্তব্য করে দিলীপবাবু বলেন, “নেগেটিভ রেজাল্ট হলে মন খারাপ হয়। ২০২১ এর ভোট পরবর্তী সন্ত্রাসের পর অনেক কর্মী বসে গিয়েছিলেন। কিন্তু পার্টির কথা ভেবে আবার নির্বাচনের আগে ফিরে এসেছিলেন। তাঁরা কাল থেকে অনেকে ঘরছাড়া। কারণ আগের অভিজ্ঞতা থেকে ভয় পাচ্ছেন। আমাকে দেখে অনেকে বেরিয়েছিলেন। যদি আবার সেরকম পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে পার্টি আরও ৫ বছর পিছিয়ে যাবে। পার্টির এবার ভাবা উচিৎ। যে কর্মীরা পার্টির জন্য বেরোয় তারা যেন তাদের সংকটে পার্টিকে পাশে পায়। এটাও দলকে দেখতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *