এই বছর থেকে রাজ্যে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল আনা হয়েছে। সিলেবাসে পাশাপাশি বদল আনা হয়েছে পরীক্ষা পদ্ধতিতেও। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দুটি সেমিস্টারে। ১১ বছর পর এই বদল আনা হয়েছে। কবে থেকে শুরু হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস? নতুন সিলেবাসের বই কী ছাপা হয়ে গিয়েছে? দেখুন কী তথ্য পাওয়া গেল!
এই বছর থেকে জাতীয় শিক্ষানীতির ওপর ভিত্তি করে রাজ্য শিক্ষানীতির সুপারিশে পশ্চিমবাংলায় প্রথম এই নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এই বছর হারা উচ্চমাধ্যমিক পাশ করল তাদের এই বছরের নভেম্বর একটি সেমিস্টার এবং পরের বছরের মার্চে আর একটি সেমিস্টার হবে। এই পরীক্ষা নেওয়া হবে স্কুল থেকেই।
এবং ২০২৫ সালে নভেম্বেরে হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টার এবং পরের বছর অর্থাৎ ২৬ সালের মার্চ মাসে দ্বিতীয় সিমেস্টারটি হবে। কাউন্সিলের তরফ থেকে সম্প্রতি একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হবে। প্রায় ১১ বছর পর হচ্ছে এই সংশোধন। এই সমস্ত বই বিনামূল্যেই পড়ুয়াদেরর মধ্যে বিতরণ করা হবে। তবে সংখ্যায় বই বেশি তাই বই ছাপাতে একটু বেশি সময় লাগছে।
এই মুহূর্তে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি চলছে। সেই ছুটি শেষ হবে আগামী ১০ জুন। তবে বই সবসময়ের মধ্যে না পেলেও কাউন্সিলের ওয়েবসাইটে সমস্ত ভাষার পেপারের জন্য পাঠ্য আপলোড করা করেছে। যতদিন পর্যন্ত পড়ুয়ারা হাতে বই পাচ্ছেন, ততদিন অবধি কাউন্সিলের ওয়েবসাইটে টেক্সট-কন্টেন্ট থেকেই পড়াশোনা চালাতে হবে।