শেষদফা ভোটে লাইনে বহু তারকা

শেষ এবং সপ্তমদফার ভোট আজ। আজ দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুর এবং আরও তিনজেলায় মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। শেষদফার নির্বাচনে ভোট দিলেন এক ঝাঁক তারকা। ভোট দিলেন মিমি, কোয়েল মল্লিক, অপর্ণা সেন।

আজ দুপুরে সপরিবারে ভোট দিতে দেখা গেল মল্লিক পরিবারকে। প্রতিবারের মতো ভবানীস্কুলের গেটের বাইরে তাদেরকে লাইন দিতে দেখা গেল। আজ ভোট দিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং মা শতরূপা সান্যাল সঙ্গে ছিলেন দিদি চিত্রাঙ্গদা। এছাড়াও সন্দীপ্তা সেনসহ বহু টলিতারকাকে আজ দেখা গেল ভোটের লাইনে সাধারণ মানুষের সাথে। বহু সেলেব্রিটি আবার ভোটের পর নিজেদের আঙুলে কালির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *