সত্যজিৎ, সৌমিত্রের বাড়ি ভেঙ্গে তৈরি হচ্ছে অফিস!

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি তারকা সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। তাদের অভিনয় এবং পরিচালনার গুনে মুগ্ধ গোটা বাংলা। কলকাতার বুকেই তারা থাকতেন। এতদিন ধরে সেই বাড়ি অক্ষতই ছিল। এবার সেই বাড়িতে নজর পড়ল কর্পোরেট অফিসারদের। দুই কিংবদন্তি তারকার বাড়ি ভেঙ্গেই এবার তৈরি হবে কর্পোরেট অফিস। স্মৃতির পাতায় ইতি।

দক্ষিণ কলকাতার ৩, লেক টেম্পল রোডে একটি তিনতলা বাগান বাড়িতে থাকতেন তিনি। তবে বাড়িটি তাঁর নিজের নয় ভাড়া থাকতেন তিনি। বহুকাল তিনি সেই বাড়িতেই ভাড়া ছিলেন। তবে এখন বাড়ির মালিকানা বদল হয়ে চলে গেছে কর্পোরেট সংস্থার হাতে। একময় এই বাড়ির তিনতলার বারান্দায় বসে সত্যজিৎ রায় লিখেছিলেন সাহিত্যের বিখ্যাত দুই গোয়েন্দা চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। ১৯৬১ সালে এই বাড়িতেই সন্দীপ রায়ের সন্দেশ পত্রিকার নবজন্ম হয়েছিল। এমনকি ‘প্রতিদ্বন্দ্বী’সিনেমার বেশ কিছু দৃশ্য এই বাড়িতে শুটিং হয়েছিল। এছাড়াও আরও বহু সৃষ্টির সাক্ষী এই বাগানবাড়ি।

সুত্র অনুযায়ী, এই বাড়ি সত্যজিৎ রায় ছাড়ার পরেই এই বাড়িতে ভাড়াটিয়া হয়ে ওঠেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি এই বাগান বাড়িতেই ছিলেন। বাড়িটি বিক্রি হওয়ার খবর শুনে বেশ দুঃখ প্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাড়িটিতে আমার অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলার অনেকটা সময় কেটেছে ওই বাড়িতে। ওই বাড়িতে অভিনেতার ঠাকুমা, দিদাও থেকেছেন। তিন তলাতেই থাকতেন সবাই। তাই ছাদটি তাদের উপরি পাওনা ছিল। ছাদে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনও পালন হয়েছে বহুবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *