একই মাসে কেন বারং বার ঘূর্ণিঝড় হয়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত রবিবার ২৬ মে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় মাঝরাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় রেমালের।

যদিও আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এখন শক্তি হারিয়ে নিন্মচাপে পরিণত হয়েছে রেমাল। তবে ইতিহাস বলছে এর আগে বাংলায় যত গুলো ঘূর্ণিঝড় হয়েছে তার সিংহভাগ-ই কিন্তু হয়েছে এই মে মাসেই। মে মাসেই কেন বার বার আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়? কি বলছেন বিষেশজ্ঞরা?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষা আসার আগে ও পরে ভারত মহাসাগরের উত্তর অংশ নাকি অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে। এই সময় নাকি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণতহওয়ার জন্য এই দুই অনুকূল পরিস্থিতিই নাকি একেবারে আদর্শ হয়ে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *