OBC শংসাপত্রের পর এবার SC সার্টিফিকেট, বড় রায় দিল হাইকোর্ট

কিছুদিন আগেই ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল কড়া হয়েছে। এই ঝামেলার আঁচ কাটতে না কাটতেই এসসি সার্টিফিকেট নিয়ে বড় আপডেট দিল হাইকোর্ট।

হঠাৎ করেই OBC সার্টিফিকেট বাতিল করার পর মহা বিপদে পড়েছে স্কুল, কলেজের পড়ুয়া থেকে শুরু করে চাকরি প্রার্থীরাও। এই প্রসঙ্গে রাজ্য সরকার OBC শংসাপত্র বাতিল নিয়ে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল। সুপ্রিম কোর্টে আবেদন প্রস্তুতি ইতিমধ্যেই চালুও হয়ে গিয়েছে। এই ঝামেলা মিটতে না মিটতেই আরও একটি রায় সামনে এল। যা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

SC অর্থাৎ তফশিলি জাতি সার্টিফিকেট নিয়ে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের প্রসঙ্গে ঝাড়গ্রামের একটি স্কুলে আরও একটি রায় সামনে এসেছে। জানা যাচ্ছে, ১৯৯৭ সালে তফশিলি জাতি সার্টিফিকেটের ওপর ভিত্তি করে সেই বছরেরই ১৭ ফেব্রুয়ারি দুবড়া আদর্শ বিদ্যামন্দির বিদ্যালয়ে (উচ্চ মাধ্যমিক ) চতুর্থ শ্রেণীর কর্মী পদে সুতপা হাটৈ নামে এক মহিলা নিয়োগ পেয়েছিলেন । পরবর্তী সময়ে ওই মহিলা কর্মীর সার্টিফিকেট নিয়ে এক ব্যাক্তি অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে এখনও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *