এবার তৃণমূলের প্রার্থীর প্রচারে হাজির বলিউডের মন্দাকিনী

লোকসভা ভোটের শেষ দফা শনিবার। তাই বিরোধী থেকে শাসকদল প্রত্যেকে ব্যস্ত শেষ প্রচারে। আর সেই প্রচারে এবার বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শহরে হাজির হলেন আশির দশকের বিখ্যাত অভিনেত্রী মন্দাকিনী।

কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি দিগবেরিয়া থেকে মিছিল শুরু হয় বুধবার। শহরের বিভিন্ন প্রান্তে ঘোরে সেই মিছিল। তবে এ দিন রাজনীতি সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। বরং মন্দাকিনী বলেছেন, “ভাল মানুষের সঙ্গে থাকতে পারলে ভাল লাগে। সেই কারণেই আমি প্রচারে এসেছি।”

এই প্রচারে আবার উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি যদিও বলেন, “আমরা শেষ প্রচারে এসে পৌঁছেছি। এখন প্রধানমন্ত্রী এসে বাজে বকছেন। ভিত্তিহীন কথা বলেছেন। এই ভোট বিজেপিকে হারানোর ভোট। শেষ পর্যায়ে ভোটে এসে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার গঠন করতে ব্যর্থ হবে।” তবে এ দিন ব্রাত্যর মুখে শোনা গেল বামপন্থীদের সুনাম। তিনি অন্তত প্রধান বিরোধী দল হিসাবে বামপন্থীদের দেখতে চান। শিক্ষামন্ত্রী  বলেন, “আমি নিজে মনে করি বৃহত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী। পশ্চিমবঙ্গ একটি লড়াই আন্দোলনের জায়গা। এই স্থানকে বিজেপির বোঝা সম্ভব নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *