নয়া পালক জুড়লো মুর্শিদাবাদ রেলস্টেশনে মুকুটে

নিত্য দিনের যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ট্রেনে চেপেই প্রতিনিয়ত লক্ষ লক্ষ যাত্রী সফর করে থাকেন দূর দূরান্ত। এই বিপুল সংখ্যক যাত্রীরা মোট আট হাজার রেলস্টেশন বা জংশন থেকে ট্রেনে ওঠা-নামা করে।

জংশন মূলত সেই স্টেশনগুলোকে বলা হয় যেখান থেকে একাধিক লাইনের ট্রেন ছাড়ে। আর স্টেশনের উপর দিয়ে মূলত একটি লাইনের ট্রেনই যাওয়া আসা করে থাকে। তবে আমাদের দেশে এখনও এমন স্টেশন রয়েছে যেগুলি জংশন হওয়ার দাবী রাখলেও এখনও স্টেশন হিসেবেই পরিচিত।

অবশেষে ভারতীয় রেলের তরফে জংশনের তকমা পেয়েছে বাংলার বিখ্যাত রেলস্টেশন মুর্শিদাবাদ। তাই মুর্শিদাবাদ এখন আর স্টেশন নয় হয়ে গিয়েছে জংশন। শিয়ালদা ডিভিশনের আওতায় থাকা মুর্শিদাবাদের প্রতিটি রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন কেবলমাত্র মুর্শিদাবাদ স্টেশন হিসেবেই উল্লেখ করা হলেও বর্তমানে মুর্শিদাবাদ নামের পাশে জুড়ে গিয়েছে জংশন শব্দটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *