রাজ্যের শাসকদলের আবেদনে সাড়া দিল না কোর্ট

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ফের একবার রাজ্যের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদন জানিয়ে আবেদন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই আবেদনে সায় দিল না উচ্চ আদালত।

তৃণমূলের করা আর্জিতে এদিন আদালত জানিয়ে দিল এই বিষয়ে এক্তিয়ার নেই। প্রসঙ্গত, তদন্তকারী সংস্থা NIA সুপার ধনরাম সিং-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলের। শাসকদলের অভিযোগ, গত ২৬ মার্চ ধনরাম সিং-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং।

কেন তদন্তকারী সংস্থার সুপারের বাড়িতে যাবেন পদ্ম শিবিরের নেতা এই নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। ধনরাম সিং-এর ভূমিকায় প্রশ্ন তুলে তার বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনে যায় তৃণমূল। মামলার শুনানিতে এনআইএ দাবি করে, তদন্ত থেকে বাঁচতেই অভিযুক্তরা এই ধরনের পদক্ষেপ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *