আসছে WhatsApp এর বড়সড় আপডেট

মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে আসছেন। ফের আরো একটি নতুন ফিচার অ্যাড করা হলো Whatsapp এ। কী সেই নতুন ফিচার?

সামাজিক মাধ্যমে WA Beta Info-র তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, সেই তথ্য অনুযায়ী স্টেটাসে গিয়ে যদি মাইক্রোফোন বাটনে ক্লিক করা হয় তাহলে সঙ্গে সঙ্গে অডিও রেকর্ড করা যাবে। সেখান থেকেই দেওয়া যাবে অডিও স্টেটাসে। শুধু অডিও নয়, ভিডিওর ক্ষেত্রেওআপডেট আনছে হোয়াটসঅ্যাপ। আগে শুধুমাত্র ৩০ সেকেন্ডের ভিডি দেখা যেত। এবার থেকে ১ মিনিট সময়ের জন্য দেওয়া যাবে স্টেটাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *