নির্বাচনের মাঝেই চাপ বাড়ল দেবের

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে দেব নামে সরগরম রাজ্য-রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দু’বারের সাংসদ তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী।

এবার ভোটের ঠিক একদিন আগেই জোর বিপাকে বিদায়ী সাংসদ। আগেই চাকরি বিক্রিতে নাম জড়িয়েছে দেবের। এবার সেই নিয়ে অভিযোগকে জমা পড়ল কলকাতা হাইকোর্টে। অভিনেতা দেবের বিরুদ্ধে ওঠা চাকরি বিক্রির তদন্ত করুক সিবিআই। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি।

সূত্রের খবর, ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছে আদালত। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ সামনে আসে। অডিয়ো ক্লিপের কথাও হাইকোর্টে উল্লেখ করেছেন মামলাকারী বাপ্পাদিত্য ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *