রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে, অর্ধেক জুন মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক!

গোটা জুন মাস ধরে প্রায় একাধিক দিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা তাই বলছে। গোটা জুন মাস ধরে প্রায় ১২ দিন ছুটি থাকবে। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক? জানা না থাকলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখে নিন সেই ছুটির তালিকা।

রাজ্য, শহর এবং স্থান ভেদে ব্যাংকের ছুটির ঘোষণা করা হয়। কিন্তু অনেকসময় সব রাজ্যের সঙ্গে বাংলার ব্যাংকগুলির ছুটির তালিকা মেলেনা। তাই ছুটির তালিকা আগে থেকে না জানা থাকলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তথ্য অনুযায়ী এইবছর জুন মাসে ১২ দিন ছুটি থাকবে SBI, সহ দেশের প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি।

মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার ছুটি থাকে সমস্ত ব্যাংক। এইবছর জুন মাসে রয়েছে পাঁচটি রবিবার। দেখে বাদবাকি ছুটির তালিকা। আগামী ৯ জুন হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যে মহারানা প্রতাপ জয়ন্তী রয়েছে। সেই কারণে ছুটি থাকবে একাধিক ব্যাঙ্ক। পরের দিন অর্থাৎ ১০ই জুন রয়েছে পাঞ্জাবের শ্রী গুরু অর্জুন দেব জির শাহাদত দিবস। এই উপলক্ষেও সেদিন ছুটি থাকবে। ১৪ই জুন পাহিলি রাজা, যার জন্য বন্ধ থাকবে ওড়িশার সমস্ত ব্যাঙ্ক।

১৫ তারিখ রয়েছে YMA দিবস যার জন্য উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ রইবে ওইদিন। রাজা সংক্রান্তির জন্য ওই একই দিনে ওড়িশার ব্যাংকগুলিও খোলা থাকবে না। বকরি ঈদ উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে ১৭ জুন ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২১ জুন রয়েছে ভাত সাবিত্রী ব্রত। যার কারণে গোটা রাজ্যজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *