গ্রাহকদের জন্য নতুন পরিষেবা আনছে জিও

সারা দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। হাজার হাজার গ্রাহকদের একমাত্র ভরসা। গ্রাহকদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও হাজির করছে একের পর এক নতুন প্ল্যান। আরও একটি জবরদস্ত প্ল্যান নিয়ে চলে এলো জিও। গ্রাহকরা এটির সুবিধা পেতে পারবেন একেবারে বিনামূল্যে। দেখুন এবার কী নতুন প্ল্যান আসলো।

কম দামে একাধিক সুযোগ-সুবিধার পাওয়া যায় রিলায়েন্স জিওর জন্য। একেবারে গোড়া থেকেই মুকেশ আম্বানির তার সংস্থার গ্রাহকদের সুবিধা,অসুবিধাকে গুরুত্ব দিয়ে এসেছে। ফের গ্রাহকদের জন্য বাজারে এনেছেন বেশ কিছু নতুন রিচার্জ প্ল্যান। ফ্যান কোড তার মধ্যে অন্যতম। এবার থেকে কোম্পানির পক্ষ থেকে Jio Air Fibre, Jio Fibre এবং প্রিপেইড গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ফ্যানকোড অ্যাপের সাবস্ক্রিপশন। এই ফ্যানকোড জিও টিভি প্লাস এবং জিও অ্যাপে দেখা যাবে। যার জন্য লাগবেনা অতিরিক্ত কোন টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *