১০০ কিমি বেগে ধেয়ে আসছে ‘রেমাল’, উপকূলে চলছে বিশেষ কাজ

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্য রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। ছোট ভুটভুটি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে।

রবিবার রাতে  ল্যান্ডফলের পর কলকাতার উপর দিয়েও বইবে দুর্যোগের হাওয়া। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই। সেখানে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ব্যাপক দুর্যোগের শঙ্কা সুন্দরবন থেকে শুরু করে বকখালি, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায়। ইতিমধ্যেই জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়া বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ পর্যটনকেন্দ্রগুলিতে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। 

পূর্বাভাস অনুযায়ী, শনিবার অতি গভীর নিম্নচাপ তৈরী হবে। রবিবার মধ্য রাতে বাংলাদেশ ও সুন্দরবন উপকূলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে ১০০-১২০ কিলোমিটার গতিবেগে ঝোড়া বাতাস ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে পরিস্থিতি দিকে নজর রাখা হয়েছে । ব্লকগুলিতে ত্রাণ মজুত আছে। প্রশাসন প্রস্তুত রয়েছে যেকোনও পরিস্থিতি মোকাবেলা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *