এখন কী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় রেমাল?

কোথায় কেমন প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের?
সাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। যার নাম রেমাল। এখনও পর্যন্ত সেটি নিম্নচাপ অবস্থাতেই রয়েছে। তবে আর কিছু সময় পরেই সেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। দেখুন রেমাল নিয়ে কী আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গের উপকূলে ল্যান্ডফল করতে পারে। তারপর কলকাতার ওপর তাণ্ডব চালাতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যার পর থেকেই ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে কলকাতার ওপর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনও পর্যন্ত এমনটাই তথ্য মিলেছে।

সাগরে থাকা মৎস্যজীবীদের ইতিমধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ মে পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এর পাশাপাশি আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *