গ্রাম থেকে শহর পথে পথে গানের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের আবেদন করছেন স্বপন দত্ত বাউল ।রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়িয়ে একটাই বার্তা দিচ্ছেন গানের মাধ্যমে কেউ অশান্তি করো না। কেউ যেন কারোর মায়ের কোল খালি না করে ।কেউ যেন বিধবা না হয় ।এই ভোটকে সামনে রেখে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট দিতে পারে। নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রত্যেকের কাছে আবেদন করছেন তারা যেন তাদের ভূমিকা পালন করেন সঠিকভাবে ।
তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে। কারোর হয়ে ভোট প্রচার নয় সম্পূর্ণ নিজে উদ্যোগে নিজের খরচে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান স্বপন দত্ত বাউল। একের পর এক খুন হিংসা মারামারি দেখার পর নিজে আর ঘরে বসে থাকতে পারেননি ।ভোট আসলেই বেরিয়ে পড়েন রাজ্যে শান্তি ছড়িয়ে নিতে। বারাসাত শহরে যখন স্বপন দত্ত বাউল নিজের বার্তা দিচ্ছেন তখন রাস্তায় দাঁড়িয়ে পড়েন বারাসাত পৌরসভার পুরো প্রধান অশনি মুখোপাধ্যায়। অশনি বাবু বলেন রাজ্য শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখনো পর্যন্ত কোনো অশান্তি হয়নি কিন্তু উনি আরও শান্তি দাবী করছেন এই ব্যক্তিকে কে শুভেচ্ছা।