পরের আইপিএলের প্রথম ম্যাচেই নেই হার্দিক কেন?

এ বারের আইপিএলে করা ভুলের শাস্তি হার্দিক পাণ্ড্য পরের বার পাবেন। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে নিলম্বিত করা হয়েছে। এ বারের আইপিএলে তিনটি ম্যাচে মুম্বইয়ের মন্থর ওভার রেট ছিল। হার্দিককে সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে। ঋষভ পন্থের পর হার্দিক দ্বিতীয় অধিনায়ক, যাঁকে এই শাস্তি পেতে হল। আইপিএলের নিয়ম অনুযায়ী তিন বার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়কের শাস্তি হয়। হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স এর আগে দু’বার মন্থর ওভার রেটের ভুল করেছিল। জরিমানা হয়েছিল হার্দিকের। তৃতীয় বার একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিলম্বিত করা হয়েছে। এ বারের আইপিএলে যেহেতু আর ম্যাচ বাকি নেই মুম্বই ইন্ডিয়ান্সের, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক।

পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। এ বারের আইপিএল শুরুর আগে তাঁকে অধিনায়ক করা হয়। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মুম্বইয়ের প্রতিযোগিতাটা ভাল যায়নি। ১৪টি ম্যাচে ১০টি হেরে পয়েন্ট নিয়ে সকলের শেষে তারা। এ বারের আইপিএলে সকলের শেষে শেষ করতে হবে তাদের। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই হেরে যায়। লখনউ প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে ১৯৬ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। সেই ম্যাচে সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি হার্দিকের দল। সেই কারণে শাস্তি পেতে হল মুম্বইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *