উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্র এখন একই অবস্থা। গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই মুহূর্তে সকলে আকাশের দিকে চোখ রেখে তাকিয়ে রয়েছে কবে এক ফোঁটা বৃষ্টির দেখা মিলবে। এবার কালবৈশাখী নিয়ে খুশির খবর শোনাল আবহাওয়া দফতর।
আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলতে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৯ মে থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।