কলকাতার কাছেই আউটডোরে চলল গুলি, খুন নামকরা অভিনেত্রী

শ্যুটিং-এর প্রথমদিন কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, শ্যুটিং চলাকালীন শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে গুলি করে খুন করা হয়। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় জনপ্রিয় চিত্র পরিচালক। অপর্ণা ও সৃজনের ডিভোর্সের প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল। অপর্ণা মুখার্জি সেখানেই খুন হয়। অপর্ণা মুখার্জির খুনের কেস সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসারের হাতে আসে। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খানের নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়ার ব্রেকিং নিউজ, কোন দিকে যাবে রহস্যের মোড়।

এই পুরো ঘটনাটাই কিন্তু বাস্তবে নয়, ছবির চিত্রনাট্যে ঘটছে। থ্রিলারের মোড়কে নতুন গল্প। একগুচ্ছ তারকা নিয়ে আসছে “মহরৎ”। ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *