দুর্গাপুরে নামি দামী হোটেলে চলছে এখন মধুচক্রের আসর । বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েদের এনে হোটেল বুক করে রেখে দিয়ে দেদার চলছে ব্যবসা | হোটেলের ম্যানেজারদের হাত করে পয়সা টোপ দিয়ে ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই হোটেলের রুম বুকিং করে দেয় বলে অভিযোগ | অভিযোগ দুর্গাপুরে প্রচুর এজেন্ট ছড়িয়ে আছে।
বিভিন্ন জেলা এবং বাইরের রাজ্য ও বাংলাদেশী মেয়েদের এনে দেদার এই ব্যবসায় নামাচ্ছে। এমনই এক এজেন্ট এর হদিস পাওয়া গেল নাম ফারুক (বাপী) দুর্গাপুর আরতি গ্রামের বাসিন্দা হলেও থাকেন এখন এজোন স্টিল টাউনশিপে একটি বাড়িতে ভাড়া থাকে। তিনি এলাকাতে বাপি নামে পরিচিত। অভিযোগ এই বাড়িতে নাকি প্রচুর মেয়েদের রেখে বিভিন্ন হোটেলে সাপ্লাই করে। কীভাবে মেয়েদের টপ দেয়। ভাইরাল সেই ভিডিও।