নির্বাচনের মাঝেই প্রকাশ্যে এল এক কল রেকর্ডিং

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিজের সমাজমাধ্যমে একটি টেলিফোনিক কথোপকথনের রেকর্ডিংয়ের সম্পাদিত অংশ শেয়ার করেন হিরণ।

দাবি করা হয়েছে, কথোপকথনটি হয়েছে ঘাটালের বিদায়ী সাংসদ দেব এবং একজন মহিলার মধ্যে। কল রেকর্ডিংয়ে ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার কাছ থেকে রাম ৯ লক্ষ টাকা নিয়েছিল। আমি সায়ন্তকেও বলেছিলাম, ও চাকরির জন্য টাকাটা নিয়েছে। এখন না চাকরি দিচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে। সায়ন্তনও এই নিয়ে রামকে বলেছে। কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি’।

একথা শোনার পর দেব বলেন, ‘আমি তো ফোনটা ধরেছি। ফোনে যখন আমি কথা বলছি, তখন তো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। আমি ব্যাপারটা বুঝে নিলাম। যখনই সময় পাব, আমি এটা নিয়ে রামকে জিজ্ঞেস করব। তোমায় আমি তারপর জানাব? ঠিক আছে?’। এখানেই শেষ হয় দু’জনের কথোপকথন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *