আপনি কি বেশী পড়াশোনা করেন নি? মাধ্যমিকের গণ্ডি টুকুও পার হননি? কিন্তু চাকরি করতে চান কোন ভাল প্রতিষ্ঠানে? তাহলে আপনাদের জন্য খুশির খবর। কারণ কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি অষ্টম শ্রেণী উত্তীর্ণদের চাকরীর সুবিধা করে দেবে। বেতন শুরু ২০ হাজার টাকা থেকে।
এই পদের নাম জেনারেল ডিউটি। এই পদে আবেদন করার জন্য সপ্তম শ্রেণী উত্তীর্ণ হতেই হবে। সঙ্গে থাকতে হবে ফুড সার্ভিসেস কোম্পানিতে কাজ করার দুই বছরের ট্রেনিং সার্টিফিকেট। তার সাথে জ্ঞান থাকতে হবে স্থানীয় ভাষার।