কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর সাজ দেখে সমালোচনা তুঙ্গে

ফ্যাশনিস্তারা প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে নায়িকাদের সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন। নায়িকারা কান উৎসবে কী পোশাক পরছেন, কেমন সাজছেন— সে দিকেই তাকিয়ে থাকে ফ্যাশন দুনিয়া। এ বছরের কান চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা তুঙ্গে চারদিকে। ইতিমধ্যেই বলিউডের নায়িকারা সেখানে একে একে পৌঁছতে শুরু করেছেন। উর্বশী রাউতেলা এ বছর কান চলচ্চিত্র উৎসবে নজরকারা সাজে ক্যামেরাবন্দি হলেন। গোলাপি রঙের পোশাকে অভিনেত্রীকে দেখতে লাগছিল ঠিক মতো ডল পুতুলের মতো। তবে অভিনেত্রীর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হইচই। হুবহু অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নাকি নকল করেছেন উর্বশী। অভিনেত্রীর সাজ নিয়ে চর্চার শেষ নেই।

আসলে দীপিকাকে খানিকটা একই ধাঁচের পোশাকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। এমনকি, দীপিকার ড্রেসটিও ছিল গোলাপি রঙের। দীপিকা একেবারে ছকভাঙা সাজে ধরা দিয়েছিলেন। সেই সাজ নিয়ে চর্চাও হয়েছিল অনেক। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে উর্বশী পরনেও একই রকম গোলাপি গাউন দেখে খানিকটা হতাশ হয়েছেন ফ্যাশনপ্রেমীরা। উর্বশীর গাউনটির নকশা করেছেন পোশাকশিল্পী খালেদ ও মারওয়ান। গাউনটির বিশেষত্বই হল কাঁধ ও হাতার সংযোগস্থলে বিরাট আকারের অনেকগুলি ফ্রিল, ঠিক যেমন দীপিকার পোশাকে ছিল। উর্বশীর চুলের বাঁধনেও ছিল দীপিকার ছোঁয়া। এমনকি, মেকআপও করেছেন দীপিকার মতোই।

দুই নায়িকার সাজ নিয়ে তাঁদের অনুরাগীদের মধ্যে জোর চর্চা চলছে। কেউ বলছে উর্বশীর সাজ ভাল, কেউ আবার দীপিকাকে অনুকরণ করেছেন বলে উর্বশীকে নিয়ে ঠাট্টা করছেন। তাঁদের দাবি, দীপিকার ধারকাছেও পৌঁছতে পারেননি উর্বশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *