বিশ্বের দ্রুততম মানব বোল্ট চ্যাম্পিয়ন দল বেছে নিলেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ব্যান্ড অ্যাম্বাসাডর উসাইন বোল্ট। প্রাক্তন অ্যাথলিট ক্রিকেটের ভক্ত ছোট থেকে। নিয়মিত ক্রিকেট দেখেন এবং খবর রাখেন। জামাইকার ক্রীড়াবিদ বিশ্বকাপ শুরুর ১৬ দিন আগে সম্ভাব্য বিজয়ী দলকে বেছে নিলেন। ক্রীড়া জগতে আলাদা গুরুত্ব রয়েছে বোল্টের। অবসর নেওয়ার ১০ বছর পরেও তিনি বিশ্বের দ্রুততম মানব। ১০০ মিটার দৌড়ে ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড এখনও অটুট। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের সমর্থন থাকবে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ়ের দিকে। এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। তা ছাড়া, সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও জানিয়ে দিলেন প্রতিযোগিতা শুরুর ১৬ দিন আগে।

বোল্ট বলেছেন, ‘‘আমি সব সময় দেশের পাশে থাকব। ওয়েস্ট ইন্ডিজ় দলে বেশ কয়েক জন ক্রিকেটার রয়েছে, যারা বড় শট খেলতে পারে। ঠিক মতো পারফর্ম করতে পারে নিশ্চিত ভাবে ওয়েস্ট ইন্ডিজ় চ্যাম্পিয়ন হবে।’’ বিশ্বকাপের দূত হতে পেরেও সম্মানিত ক্রিস গেলের বন্ধু। বোল্ট বলেছেন, ‘‘অবশেষে আবার ক্রিকেটের অংশ হতে পেরে ভাল লাগছে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি। আমার অন্যতম প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটের প্রসারের চেষ্টা করব।’’ বোল্টের ছোট বেলায় জোরে বোলার হওয়ার স্বপ্ন ছিল। তাঁর আদর্শ ক্রিকেটার ছিলেন ওয়াকার ইউনিস। পরবর্তী সময় ক্রিকেট ছেড়ে অ্যাথলেটিক্সকে বেছে নিয়েছিলেন। তবে ক্রিকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি কখনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *