সরকারের তরফে জারি হল নতুন বিধি

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। সম্প্রতি সরকারি কর্মীদের ‘লিভ ট্রাভেল কনসেশন’ সম্বন্ধিত একটি বিধি জারি করা হয়েছে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ভোটের মধ্যেই এই নতুন বিধি চালু করা হয়েছে।

এক্ষেত্রে বাড়ি অথবা অন্য কোনও জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মীর এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন ও ১০ দিনের এনক্যাশমেন্ট পান। এবার এই লিভ এনক্যাশমেন্টের দাবি জানানোর নিয়মের বিস্তারিত জানিয়ে অফিস মেমোর‍্যান্ডাম জারি করা হল।

বিজ্ঞপ্তি অনুসারে, এলটিসির অধীন কর্মীরা ৪ বছরের মধ্যে নিজের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতের যে কোনও জায়গায় ঘুরতে যেতে গেলে সরকারের তরফ থেকে ছাড় পাবেন। এমতাবস্থায় ২ বছরের সময়ে সরকারি কর্মচারীরা নিজের বাড়ি যাওয়ার জন্য দু’বার ছাড় পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *