বর্ধমানে কাকিমার সাথে ভাইপোর অবৈধ প্রেম। এই সম্পর্ক কাকুর সামনে আসতেই বিপদ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবৈধ সম্পর্কে ক্ষুব্ধ হয়ে কাকা ভাইপোর গলায় সজোরে ছুরিও চালিয়েছে। একটুর জন্য রক্ষা পেয়েছে ভাইপো।
ঘটনাটি বর্ধমানের বাবুরবাগ সংলগ্ন এলাকার। এই কান্ডে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে এবং বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়। তবে ভাইপো কাকিমার সম্পর্ক কিন্তু বেশ অনেকদিনের। চারবছর ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও রয়েছে।
কাকা ভাইপোকে অনেকবার বারণ করেন, কিন্তু অনেক বোঝানোর পরেও কোন লাভ হয়নি। বাধ্য হয়ে কাকা ভাইপোর গলা কেটে খুন করতে চেষ্টা করেন। এই ঘটনার পরই অভিযুক্ত কাকা পলাতক। পুলিশ তাকে খোজার চেষ্টা চালাচ্ছে।