সপ্তাহ শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের আবহাওয়ার পরিবর্তন নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।

রবিবার থেকে বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখানেও গরমজনিত অস্বস্তিকর তাপমাত্রা থাকতে পারে।

রবিবার থেকে অবশ্য আবহাওয়ার বদল আসতে চলেছে। রবি, সোম এবং মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে, কোথাও আবার ৪০-৫০কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *