ভোট আবহে রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত এক সপ্তাহে কলকাতায় আক্রান্ত প্রায় ৫ জন। তারা প্রত্যেকেই অন্য অসুস্থতার লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিল। তবে পরীক্ষা করার পর তাদের প্রত্যেকের শরীরে দেখা মিলেছে করোনা ভাইরাসের।
সামনেই চতুর্থ দফার ভোট। ভোটের জন্য মিটিং মিছিল চলছে পাল্লা দিয়ে। এই ভোট আবহে হুট করে করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে। কলকাতা ছাড়াও দেশের একাধিক রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ থাবা বসাচ্ছে। বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কীভাবে সব মোকাবিলা করা যাবে সত্যিই তা ভাবার বিষয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে ৯ জনের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ১৭৯। করোনাতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৪ জনের।