ভ্রমণপ্রেমীরা সাবধান! এই গুহায় পা রাখলেই মৃত্যু নিশ্চিত

এই গুহার প্রবেশ মুখ খুব ছোট। হামাগুড়ি দেওয়া ছাড়া প্রবেশ করার কোন উপায় নেই। তবে আজ অবধি পৃথিবীর কোন প্রাণী এখানে প্রবেশ করার সাহস দেখাতে পারেনি। কারণ এখানেই পা রাখলেই মৃত্যু নিশ্চিত। মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ সকলেই ভয় পায় এই গুহার নাম শুনলেই। এই গুহা ‘কুয়েভা দে লা মুয়েরতা’ নামে পরিচিত। অনেকে ‘দ্য কেভ অব ডেথ’ নামেও চেনে। যাকে বলা হয় মৃত্যুর গুহা।

এই গুহা কিন্তু দেখতে আর পাঁচটা সাধারণ গুহার মতোই। তবে এই গুহা একেবারেই আর পাঁচটা গুহার মত সাধারণ নয়। এই গুহার সামনে গেলেই দেখতে পাবেন লেখা রয়েছে, “ডেঞ্জার! নো ট্রেনপাসিং বিয়ন্ড দিজ পয়েন্ট”। এই মৃত্যুর গুহা অবস্থিত কোস্টা রিকায়। তবে এই গুহাকে নিয়ে এত ভয়ের কারণ কী? রহস্য কী?

এই গুহাটি ৬ ফুট গভীর ও ১০ ফুট দীর্ঘ। তবে এই গুহায় বিষাক্ত গাছ এবং কোন ভয়ঙ্কর প্রাণী কিন্তু নেই। এখানে রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড। এবং তার ঘনত্ব এতটাই বেশী যে, তার সংস্পর্শে কোন প্রাণ আসলেই মৃত্যু নিশ্চিত। এই গুহা থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৩০ কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। অল্প জায়গার মধ্যে অস্বাভাবিক বেশি পরিমাণ বিষাক্ত কার্বন ডাই অক্সাইড থাকার কারণেই কোনও প্রাণ প্রবেশ করা মাত্রই তার মৃত্যু হয়। এমনকি আগুনও নিভে যায় এই গুহায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *