হুগলিতে চলছে তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। হুগলিতে হানা দেয় আয়কর দপ্তর।

হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে আয়কর তল্লাশি। এদিন সকালে হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার কমল দাস, বৈদ্যনাথ সাহা (বৈদ্য), সতরঞ্জন শীল (সোনা), দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক (টিঙ্কু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাড়ির পাশাপাশি অফিসে চলছে তল্লাশি।

ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে তল্লাশির সাথেই তাদেরও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, যাদের বাড়িতে আয়কর তল্লাশি চলছে সেই সকলেই শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। এলাকায় গুচ্ছগুচ্ছ অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তবে ক্ষমতার ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *