পিসির অজ্ঞতার সুযোগ নিয়ে টাকা মেরে দিল ভাইপো

ভাইপোর বিরুদ্ধে উঠল দফায় দফায় ১২ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ভরসা করে ভাইপোর কাছে এটিএম কার্ড রেখেছিলেন পিসি। কিন্তু তাঁর অজ্ঞতার সুযোগ নিয়েই এটিএম কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির এলাকায়। বিষয়টা সামনে আসতেই ভাইপোর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা পিসি।

খবর সুত্রে জানা গিয়েছে ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা পূরণ রাই রেলে চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত প্রায় ১৬ লক্ষ টাকা তাঁর মেয়ে চাঁনমনি রাই-এর ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়। চাঁনমনি রাই লিখতে-পড়তে পারেন না। সেই কারণে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম কার্ডটি তাঁর ভাইপোর কাছে রেখে দিয়েছিলেন। চাঁনমনি রাই সিদ্ধান্ত নেন তাঁর টাকা ভাইপো ও ভাইঝিদের মধ্যে ভাগ করে দেবেন। তাই সবাইকে তাঁর বাড়িতে আসতে বলেন। খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ভাইঝিরা পৌঁছে যান তাঁর বাড়িতে।

কিন্তু এরপরই  ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করলে তাঁরা জানতে পারে এটিএম ব্যবহার করে ১২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মাত্র ৪ লক্ষ টাকা রয়েছে। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন চাঁদমনি রায়। পরে ময়নাগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অপরদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তাঁর ভাইপোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *