চেন্নাইকে হারিয়েও শাস্তি শুভমনের, ২৪ লক্ষ টাকা জরিমানা টাইটান্সের অধিনায়কের

মন্থর ওভার রেটের জন্য শুভমন গিল শাস্তি পেলেন। গুজরাত টাইটান্সের অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তাঁর দলকেও জরিমানা দিতে হবে। এই ভুল আরও এক বার করলে নির্বাসিতও করা হতে পারে শুভমনকে। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত ২৩১ রান করে। জবাবে চেন্নাইয়ের ইনিংস ১৯৬ রানে থেমে যায়। চেন্নাই ৩৫ রানে জেতে। কিন্তু সেই ম্যাচে গুজরাত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। শুভমনের এর ফলে জরিমানা হয়। দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা কাটা হবে।

এ বারের আইপিএলে দ্বিতীয় বার শুভমন মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন। এর আগের বারও চেন্নাইয়ের বিরুদ্ধে এই ভুল করেছিল গুজরাত। সেই ম্যাচ হয়েছিল ২৬ মার্চ। শুভমনের সে বার ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয় বার এই ভুল করার কারণে জরিমানার পরিমাণ বাড়ল তাঁর। বোর্ডের নিয়ম অনুযায়ী তৃতীয় বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নির্বাসিত হবেন তিনি।

শুভমন ম্যাচে শতরান করেন। তিনি ৫৫ বলে ১০৪ রান করেন। অন্য ওপেনার সাই সুদর্শন ৫১ বলে ১০৩ রান করেন। তাঁরা ২১০ রানের জুটি গড়েন। তাঁদের দাপটেই গুজরাত ২৩১ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৯৬ রান। ড্যারিল মিচেল ৩৪ বলে ৬৩ রান করেন। মইন আলি ৩৬ বলে ৫৬ রান করেন। ধোনি ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *