রাহুলকে মালিক গোয়েন্‌কার ধমকের পর প্রথম বার্তা দিল লখনউ

হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পর অধিনায়ক কেএল রাহুল দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কার থেকে ধমক খেয়েছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর থেকে উত্তাল সমাজমাধ্যম। সেই ঘটনার পর প্রথম বার্তা দিল লখনউ সুপার জায়ান্টস। তবে গোয়েন্‌কা-রাহুল বাদানুবাদের কোনও কথা লেখা নেই সেই বার্তায়। হারের পর সমর্থকদের উদ্দেশে সেই বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “এই ম্যাচের পর আমরা সবাই ব্যথিত। কিন্তু উপ্পলে (হায়দরাবাদের ঘরের মাঠ) যাঁরা নীল পতাকা নিয়ে হাজির হয়েছিলেন তাঁদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।

এই হারের পরেও সমাজমাধ্যমে প্রত্যেকের পোস্ট মন ছুঁয়ে গিয়েছে। এই দল গত দু’বছর ধরে অনেক দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের পরিচয় দিয়েছে। আগামী দিনেও দেবে। এলএসজি ব্রিগেড, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।” হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাহুল বলেছিলেন, “কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না। আগে টিভিতে দেখেছি এ রকম ব্যাটিং। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং দেখলাম আজ। প্রতিটা বলইমনে হচ্ছিল ব্যাটের মাঝখানে লাগছে । ওদের দক্ষতাকে কুর্নিশ। ছয় মারার দক্ষতায় প্রচুর শান দিয়েছে বলেই মনে হচ্ছে।”

রাহুলের সংযোজন, “দ্বিতীয় ইনিংসে পিচ কেমন আচরণ করেছে সেটা বোঝার সুযোগই পেলাম না। প্রথম বল থেকে ওরা যে ভাবে মারতে শুরু করল, তাতে ওদের থামানো কঠিন ছিল।” রাহুল পাওয়ার প্লে-তে দলের ব্যাটিং ব্যর্থতাকেও দুষেছিলেন। সেই সময় তারা মাত্র ২৭ রান তোলার পাশাপাশি হারিয়েছিলেন দু’টি উইকেটও। রাহুল বলেছিলেন, “ম্যাচ হারলে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা খুবই সহজ। অন্তত ৪০-৫০ রান কম তুলেছি আমরা পাওয়ার প্লে-তে। উইকেট হারানোর পর ছন্দটাই খুঁজে পাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *