কী ছিল রবীন্দ্রনাথের আসল পদবী?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের প্রদীপ বলা যায় তাকে। তাঁর অবদান হাজার দশকেও মানুষ ভুলবেনা। ১২৬৮ বঙ্গাব্দে ২৫শে বৈশাখ তিনি উত্তর কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এশিয়া মহাদেশের সর্বপ্রথম নোবেলজয়ী তিনিই। সারা বিশ্ব যাকে ঠাকুর নামে চেনে তার পদবী কিন্তু আসলে ঠাকুর নয়, তাহলে কী?

ঠাকুর পরিবার ব্রাহ্মণ। তবে পরবর্তীকালে ব্রাহ্ম হয়েছে। তারা যখন ব্রাহ্মণ ছিলেন সেই সময় এক প্রাণীর মাংসের গন্ধ শুঁকে ফেলেছিলেন তাদের পরিবারের চার ভাই। সেই সময় তাঁদের সমাজ একঘরে করে দিয়েছিল। সেই সময় ঠাকুর পরিবারের পদবী ছিল কুশারী। রবীন্দ্রনাথের পদবী ছিল রবীন্দ্রনাথ কুশারী। একঘরে হয়ে গিয়েছিলেন ঠাকুর বংশের চার জমিদার ভাই শুকদেব কুশারী, জয়দেব কুশারী, রতিদেব কুশারী, এবং কামদেব কুশারী। ফলে তাঁদের সেখান থেকে চলে আসতে হয়েছিল সুন্দরবনের একটি গোপন জায়গায়। এই সময় তারা দরিদ্রসেবা করতেন সুন্দরবনের গোবিন্দপুরের গরিবদের। অনেক দান করেছিলেন ফলে তারা হয়ে উঠেছিলেন এলাকার ঈশ্বর, ‘ঠাকুর’। সবাই তাদের ‘ঠাকুর’ বলে সম্বোধন করতেন। সেই ঠাকুরকেই সেই সময় থেকে পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন রবীন্দ্রনাথ এবং তার পূর্বপুরুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *