পরমাণু হামলার জল্পনা উস্কে দিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা পুতিনের

ইউক্রেনে হামলার মাত্র ১৫ মাসের মাথায় আবার নতুন পরমাণু কর্মসূচি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক থেকে সোমবার জানানো হয়েছে যে, প্রেসিডেন্টের নির্দেশ মেনেই আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অ-কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের বিশেষ মহড়া চালানো হচ্ছে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সীমান্তে মোতায়েন করা  স্থল, বিমান এবং নৌসেনাকে পরমাণু যুদ্ধের মহড়ার নির্দেশ দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন এবং তার তিন মাসের মধ্যেই তাঁর এই পদক্ষেপ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আমেরিকার সঙ্গে করা কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। ফলত তার পরেই আমেরিকার তরফ থেকে মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতেই রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপ বলেই পশ্চিমি দুনিয়া আশঙ্কা প্রকাশ করেছিল। ‘নিউ স্টার্ট’ চুক্তি বাতিলের ঘোষণার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *